১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে রজব, ১৪৪৭ হিজরি দুপুর ১২:০৮ বৃহস্পতিবার শীতকাল
সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আগামী শুক্রবার এক নাগরিক শোকসভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে ‘নাগরিক কমিটি’র ব্যানারে এই শোকসভা অনুষ্ঠিত হবে।

সোমবার (আজ) বিকেলে বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়। শোকসভায় দেশের বিশিষ্ট রাজনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের পাশাপাশি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরাও অংশ নেবেন বলে নিশ্চিত করা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় প্রধানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করতেই এই আয়োজন। গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।
বেগম জিয়ার মৃত্যুতে বিএনপি সাত দিনের দলীয় শোক পালন করেছে। এছাড়া তাঁর প্রতি সম্মান জানিয়ে রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন করা হয়, যার মধ্যে এক দিন সাধারণ ছুটিও অন্তর্ভুক্ত ছিল।
মায়ের মৃত্যুতে শোকাহত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর ফেসবুক পেজে এক আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, “যেখানে মায়ের পথচলা থেমেছে, সেখান থেকে সেই পথযাত্রাকে এগিয়ে নিতে চেষ্টা করব।” মায়ের অসমাপ্ত কাজ ও রাজনৈতিক আদর্শকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই এখন তাঁর মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
আগামী শুক্রবারের এই নাগরিক শোকসভাকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে বিএনপি। দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণে এটি একটি জাতীয় শোকের আবহে রূপ নেবে বলে আশা করছেন আয়োজকরা।
Analysis | Habibur Rahman