.
খেলা

আবাহনীর রোমাঞ্চকর প্রত্যাবর্তন বিফল, কুমিল্লার মাঠে শেষ হাসি মোহামেডানের

Email :41

৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে রজব, ১৪৪৭ হিজরি রাত ১০:২৮ বুধবার শীতকাল

ঐতিহ্যবাহী আবাহনী-মোহামেডান দ্বৈরথ মানেই টানটান উত্তেজনা, আর এবারের মৌসুমে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রথম সাক্ষাৎ উপহার দিল পাঁচ গোলের এক রুদ্ধশ্বাস লড়াই। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে আজ নাটকীয়তায় ভরা ম্যাচে আবাহনী লিমিটেডকে ৩-২ গোলে পরাজিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব।

কুমিল্লায় আবাহনীকে ৩–২ গোলে হারিয়েছে মোহামেডান বাফুফে 📷 Image Source: Prothom Alo

ম্যাচের প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধের শুরুর ভাগ ছিল পুরোটাই সাদা-কালোদের দখলে। ৩-০ গোলে পিছিয়ে পড়ার পর আবাহনী দারুণভাবে ম্যাচে ফেরার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। এটি চলতি লিগে মোহামেডানের প্রথম জয়, অন্যদিকে তিন ম্যাচের দুটিতেই হারের স্বাদ পেল আকাশী-নীলরা।

ম্যাচের ২০তম মিনিটে মোহামেডানকে এগিয়ে দেন রহিম উদ্দিন। আবাহনীর রক্ষণভাগের ভুলে স্যামুয়েল বোয়াটেং বল হারালেও পেছন থেকে সুযোগসন্ধানী রহিম ফাঁকা পোস্টে বল জড়িয়ে দেন। গোলরক্ষক মিতুল মারমার তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না।

খেলার ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইমানুয়েল কেকে। মোজাফফর মোজাফফরভের মাপা কর্নার থেকে পাওয়া বল নিখুঁতভাবে জালে পাঠান তিনি। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মোহামেডান।

দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে জাহিদ হাসানের ক্রসে দারুণ এক হেডে ব্যবধান ৩-০ করেন স্যামুয়েল বোয়াটেং। মনে হচ্ছিল আবাহনী বড় ব্যবধানেই হারতে যাচ্ছে। কিন্তু ম্যাচের শেষ ২০ মিনিটে দৃশ্যপট বদলাতে শুরু করে। ৭২ মিনিটে বক্সের বাইরে থেকে পাপন সিংয়ের দুর্দান্ত শটে এক গোল শোধ করে আবাহনী। এর মিনিট ছয়েক পরেই (৭৮ মিনিট) আল-আমিনের ক্রস থেকে বল পেয়ে শেখ মোরছালিন গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৩-২।

ম্যাচের শেষ কয়েক মিনিটে আবাহনী সমতায় ফেরার জোর চেষ্টা চালালেও মোহামেডানের রক্ষণ আর ভাঙতে পারেনি। ফলে স্বস্তির ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মতিঝিল পাড়ার দলটি।

অন্যান্য ম্যাচের ফল:
দিনের অপর ম্যাচে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে বসুন্ধরা কিংস। ব্রাদার্স ইউনিয়নও একই ব্যবধানে হারিয়েছে ফকিরেরপুল ইয়ং মেন্স ক্লাবকে। তবে ফর্টিস এফসি এবং পুলিশ এফসির মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

Analysis | Habibur Rahman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts