১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে রজব, ১৪৪৭ হিজরি দুপুর ১:৫৩ বৃহস্পতিবার শীতকাল
উর্বিল প্যাটেল নামটা এখন ভারতীয় ঘরোয়া ক্রিকেটে ‘ঝড়’ শব্দের সমার্থক হয়ে দাঁড়িয়েছে। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে আবারও টর্নেডো ইনিংস খেলে রেকর্ড বই উলটপালট করে দিলেন গুজরাটের এই উইকেটরক্ষক-ব্যাটার। এবার মাত্র ৩১ বলে সেঞ্চুরি হাঁকিয়ে গড়লেন এক অনন্য নজির, যা বিশ্ব ক্রিকেটে আর কারও নেই।

মঙ্গলবার সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সার্ভিসেসের বিপক্ষে মাঠে নেমেছিল গুজরাট। এই ম্যাচটি উর্বিলের জন্য ছিল বিশেষ কিছু, কারণ গুজরাটের অধিনায়ক হিসেবে এটি ছিল তার অভিষেক ম্যাচ। আর নেতৃত্বের অভিষেকেই তিনি খেললেন ৩৭ বলে ১১৯ রানের এক অপরাজিত দানবীয় ইনিংস।
সার্ভিসের দেওয়া ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উর্বিল শুরু থেকেই ছিলেন খুনে মেজাজে। তার ব্যাটের তাণ্ডবে ৪৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট। ৩১ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করার পথে তিনি হাঁকিয়েছেন ১০টি ছক্কা ও ১২টি চার।
এই ইনিংসের মাধ্যমে টি-টোয়েন্টি ইতিহাসে এক বিরল রেকর্ডের মালিক হলেন চেন্নাই সুপার কিংসের এই ক্রিকেটার। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪০ বলের কম খেলে তিনটি সেঞ্চুরি করা বিশ্বের একমাত্র ব্যাটার এখন উর্বিল প্যাটেল।
এর আগে এই টুর্নামেন্টেরই গত আসরে তিনি ২৮ বলে সেঞ্চুরি করেছিলেন, যা ভারতীয়দের মধ্যে যৌথভাবে দ্রুততম (অভিষেক শর্মার সঙ্গে)। এছাড়া ৩৬ বলে আরও একটি সেঞ্চুরি ছিল তার ঝুলিতে। মঙ্গলবারের ৩১ বলের সেঞ্চুরিটি ভারতীয় ব্যাটারদের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম।
২৭ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার শুধু টি-টোয়েন্টিতেই নয়, ৫০ ওভারের ক্রিকেটেও সমান বিধ্বংসী। ২০২৩ সালের বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিপক্ষে ৪১ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি, যা ভারতীয় লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে তৃতীয় দ্রুততম শতক।
ধারাবাহিকভাবে এমন অতিমানবীয় স্ট্রাইক রেটে রান তোলা উর্বিল প্যাটেল যে আসন্ন আইপিএলে বড় কোনো ধামাকা দেখানোর প্রস্তুতি নিচ্ছেন, তা বলাই বাহুল্য।
Analysis | Habibur Rahman