.
বিনোদন

রুবাবা দৌলাকে ‘ক্রাশ’ বলায় তোলপাড়! সমালোচনার মুখে পোস্ট সরাতে বাধ্য হলেন ইরফান সাজ্জাদ | BCB

করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাপ্রথম আলো
Email :51

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে রজব, ১৪৪৭ হিজরি দুপুর ১২:০৭ বৃহস্পতিবার শীতকাল

সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি ‘রসিকতামূলক’ পোস্টকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক রুবাবা দৌলাকে নিয়ে তার করা মন্তব্যটি ভুল ব্যাখ্যার শিকার হচ্ছে দাবি করে অবশেষে পোস্টটি সরিয়ে নিয়েছেন তিনি। তবে এই ঘটনা সামাজিক মাধ্যমে দায়িত্বশীল ব্যক্তিদের মন্তব্য করার ক্ষেত্রে আরও সংবেদনশীল হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

ঘটনার সূত্রপাত হয় করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলার বিসিবি পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে। তাকে স্বাগত জানিয়ে অনেকেই যখন তার যোগ্যতা ও নতুন সম্ভাবনার কথা বলছিলেন, তখন অভিনেতা ইরফান সাজ্জাদ রুবাবা দৌলার ছবি শেয়ার করে লেখেন, ‘এরপরও যদি পোলাপান পারফরম্যান্স না করতে পারে, তাহলে আর আশা নাই।’

পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয় এবং এর বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই মন্তব্য করেন, একজন নারী পরিচালকের অন্তর্ভুক্তিকে খেলোয়াড়দের পারফরম্যান্সের সাথে এমন ভঙ্গিমায় মেলানোটা সংবেদনশীলতার অভাব প্রকাশ করে এবং এতে তার মেধা ও যোগ্যতাকে ছাপিয়ে বাহ্যিক সৌন্দর্যকে বড় করে দেখানো হয়েছে।

ব্যাপক সমালোচনার মুখে ইরফান সাজ্জাদ নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন। একটি মন্তব্যের জবাবে তিনি জানান, পোস্টটি ছিল পুরোপুরিই রসিকতা। বাংলাদেশ ক্রিকেটের একজন একনিষ্ঠ ভক্ত হিসেবে দলের বাজে পারফরম্যান্সে তিনি প্রায়ই এমন ব্যঙ্গাত্মক পোস্ট করে থাকেন। তার ভাষায়, ‘রুবাবা আপু আমার ক্রাশ। আমি বোঝাতে চেয়েছিলাম, এত সুন্দর এবং মেধাবী একজন মানুষ বিসিবিতে যুক্ত হয়েছেন, তারপরও যদি বাংলাদেশের খেলোয়াড়েরা মোটিভেশন না পায়, পারফরম্যান্স না করে।’

কিন্তু তার এই ব্যাখ্যায় বিতর্ক না থেমে বরং বাড়তে থাকে। অবশেষে ভুল-বোঝাবুঝি এড়াতে এবং পরিস্থিতি শান্ত করতে ইরফান সাজ্জাদ তার ফেসবুক থেকে পোস্টটি মুছে ফেলেন। তিনি আরও যোগ করেন যে, রসিকতার অর্থ না বুঝে কাউকে ট্যাগ করা বা সমালোচনা করা অনুচিত।

এই বিতর্কের দিনেই অবশ্য অভিনেতা হিসেবে ইরফান সাজ্জাদের জন্য একটি বিশেষ দিন ছিল। আজই (বুধবার) সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘এটা আমাদেরই গল্প’। মুহাম্মদ মোস্তফা কামাল পরিচালিত এই সিরিজে ইরফান সাজ্জাদ ছাড়াও অভিনয় করেছেন কেয়া পায়েল, সুনেরাহ বিনতে কামাল, খায়রুল বাসার, মনিরা মিঠু প্রমুখ। একদিকে ব্যক্তিগত জীবনের বিতর্ক এবং অন্যদিকে পেশাগত জীবনের নতুন কাজ—দুয়ে মিলিয়ে দিনটি ইরফান সাজ্জাদের জন্য ছিল বেশ ঘটনাবহুল।

Analysis | Habibur Rahman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts