.
খেলা

মেসি-দর্শনে বাধার প্রাচীর, সল্টলেক স্টেডিয়ামে চরম অরাজকতা ও ভাঙচুর

Email :40

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে রজব, ১৪৪৭ হিজরি দুপুর ১২:০৭ বৃহস্পতিবার শীতকাল

স্বপ্নভঙ্গ হলো কলকাতার ফুটবলপ্রেমীদের। আনন্দ উৎসব মুহূর্তের মধ্যেই রূপ নিল রণক্ষেত্রে। লিয়নেল মেসিকে একনজর দেখার আশায় সল্টলেক স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন হাজারো দর্শক, কিন্তু অব্যবস্থাপনার জেরে সেই আশাই এখন ক্ষোভে পরিণত হয়েছে। প্রিয় তারকাকে ঠিকমতো দেখতে না পেয়ে গ্যালারিতে ভাঙচুর এবং মাঠে নেমে তাণ্ডব চালিয়েছেন উত্তেজিত জনতা। পরিস্থিতির অবনতি দেখে কোনো কার্যক্রম ছাড়াই বিরক্ত হয়ে মাঠ ছেড়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

ঘটনার সূত্রপাত হয় স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ। তিন দিনের ভারত সফরের অংশ হিসেবে সল্টলেক স্টেডিয়ামে মেসির গাড়ি প্রবেশ করার সঙ্গে সঙ্গেই বিশৃঙ্খলার সূচনা হয়। গাড়ি থেকে নামামাত্রই প্রায় ৭০-৮০ জন ব্যক্তি মেসিকে এমনভাবে ঘিরে ধরেন যে, গ্যালারিতে থাকা সাধারণ দর্শকদের দৃষ্টিসীমানা থেকে তিনি পুরোপুরি আড়াল হয়ে যান। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনেও ভিড়ের কারণে মেসিকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না।

চার পাশ থেকে অনেকে ঘিরে রাখায় মেসিকে দেখতে পারেননি গ্যালারির দর্শক
এএফপি

দর্শকরা বিপুল অর্থ খরচ করে টিকিট কিনলেও চোখের সামনে ‘মানবেতর প্রাচীর’ দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন। শুরু হয় ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগান। পরিস্থিতি সামাল দিতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং আয়োজক শতদ্রু দত্ত মাইকে বারবার ভিড় কমানোর অনুরোধ জানালেও তাতে কর্ণপাত করেননি মেসিকে ঘিরে থাকা অতি-উৎসাহী জনতা। কেউ সেলফি নিতে ব্যস্ত ছিলেন, কেউবা ভিডিও করতে।

বিশৃঙ্খল পরিবেশ এবং দর্শকদের ছোড়া বোতল দেখে বিরক্ত হয়ে দ্রুত মাঠ ত্যাগ করেন মেসি। তার সঙ্গে থাকা ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পলও ঘটনাস্থল ছাড়েন। মেসি চলে যাওয়ার পর পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ক্ষুব্ধ দর্শকরা গ্যালারির চেয়ার ভেঙে মাঠে ছুড়তে থাকেন, ছিঁড়ে ফেলা হয় ব্যানার। একপর্যায়ে নিরাপত্তা বেষ্টনী ভেঙে প্রায় দুই হাজার দর্শক মাঠে ঢুকে পড়লে পুলিশও অসহায় হয়ে পড়ে।

এই অরাজকতার কারণে পণ্ড হয়ে গেছে পূর্বনির্ধারিত সব আয়োজন। মেসির ‘ল্যাপ অব অনার’ দেওয়ার কথা থাকলেও তা বাতিল হয়েছে। বাতিল হয়েছে প্রদর্শনী ম্যাচও। এমনকি মাঠে উপস্থিত হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বলিউড সুপারস্টার শাহরুখ খানের, কিন্তু পরিস্থিতির ভয়াবহতায় সব কর্মসূচি স্থগিত করা হয়।

ক্ষুব্ধ দর্শকদের অভিযোগ, সর্বনিম্ন ৩৮০০ থেকে সর্বোচ্চ ১১৮০০ রুপি পর্যন্ত খরচ করে টিকিট কেটেও তারা প্রতারিত হয়েছেন। আয়োজকদের অব্যবস্থাপনাকেই এই অনভিপ্রেত ঘটনার জন্য দায়ী করছেন তারা।

উল্লেখ্য, ‘দ্য গোট ট্যুর ইন্ডিয়া’-র সূচি অনুযায়ী কলকাতা পর্ব শেষে আজই হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে মেসির। এরপর মুম্বাই ও দিল্লি সফরের মধ্য দিয়ে তার ভারত সফর শেষ হবে। তবে কলকাতার এই তিক্ত অভিজ্ঞতা নিঃসন্দেহে তার সফরের উজ্জ্বলতায় বড় দাগ ফেলে গেল।

Analysis | Habibur Rahman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts