১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে রজব, ১৪৪৭ হিজরি সকাল ১০:৩৭ বৃহস্পতিবার শীতকাল
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (বিএসইজেড)—যা জাপানি অর্থনৈতিক অঞ্চল নামেই অধিক পরিচিত—বড় অংকের বিদেশি বিনিয়োগ আসতে শুরু করেছে। এবার এই বিশেষায়িত অঞ্চলে কারখানা স্থাপনের জন্য চুক্তিবদ্ধ হলো চীনের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘লিডার্স লেবেল ম্যাটেরিয়াল (বাংলাদেশ)’। পোশাকশিল্পের অনুষঙ্গ বা এক্সেসরিজ উৎপাদনের লক্ষ্যে কোম্পানিটি প্রায় ২ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে।

সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সদর দপ্তরে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি জমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মধ্য দিয়ে জাপানি এই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারী দশম প্রতিষ্ঠান হিসেবে নিজেদের নাম লেখাল লিডার্স লেবেল।
বিনিয়োগ ও পরিকল্পনা
বেজা সূত্রে জানা গেছে, অত্যাধুনিক এই কারখানাটি স্থাপনের জন্য চীনা কোম্পানিটি বিএসইজেড-এর ১ হেক্টর বা ১০ হাজার বর্গমিটার জমি ইজারা নিয়েছে। প্রকল্প বাস্তবায়নে কোম্পানিটি দেড় কোটি থেকে দুই কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭৫ থেকে ২৩৫ কোটি টাকা) বিনিয়োগ করবে।
লিডার্স লেবেল ম্যাটেরিয়াল (বাংলাদেশ) মূলত চীনের ঝেজিয়াং প্রদেশের হুজৌ শহরভিত্তিক মূল কোম্পানি ‘হুজৌ লিংশিয়ান সিও রিবন কোং লিমিটেড’-এর একটি সহযোগী প্রতিষ্ঠান। তাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে কারখানার নির্মাণকাজ শুরু হবে।
কি তৈরি হবে এই কারখানায়?
চীনা এই প্রতিষ্ঠানটি মূলত বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পেরBackward Linkage বা পশ্চাৎপদ সংযোগ শিল্প হিসেবে কাজ করবে। তাদের উৎপাদিত পণ্যের তালিকায় রয়েছে:
১. গার্মেন্ট ট্যাগ ও লেবেল।
২. আধুনিক আরএফআইডি (রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন) প্রযুক্তি বা রেডিও তরঙ্গভিত্তিক শনাক্তকরণ চিপ।
অর্থনীতিতে প্রভাব
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেজা কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, এই কারখানাটি চালু হলে দেশে তৈরি পোশাক ও টেক্সটাইল এক্সেসরিজ খাতে নতুন মাত্রা যোগ হবে। এটি কেবল বিপুল সংখ্যক নতুন কর্মসংস্থানই তৈরি করবে না, বরং এর মাধ্যমে দেশে আধুনিক প্রযুক্তির স্থানান্তর ঘটবে। বিশেষ করে আরএফআইডি প্রযুক্তির সংযোজন বৈশ্বিক ভ্যালু চেইনে (Global Value Chain) বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) জাপানি বিনিয়োগকারীদের জন্য বিশেষায়িত হলেও, এর উন্নত অবকাঠামোর কারণে এখন অন্যান্য দেশের বিনিয়োগকারীরাও এখানে কারখানা স্থাপনে আগ্রহ দেখাচ্ছেন। লিডার্স লেবেলের এই চুক্তি সেই আগ্রহেরই একটি প্রতিফলন।
Analysis | Habibur Rahman