১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে রজব, ১৪৪৭ হিজরি সকাল ১০:৪০ বৃহস্পতিবার শীতকাল
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের বিন্দুবাড়ী গ্রামে গভীর রাতে সংঘটিত হয়েছে এক ভয়াবহ ডাকাতির ঘটনা। গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে স্থানীয় বাসিন্দা মো. জয়নাল আবেদীনের বাড়িতে মুখোশধারী একদল ডাকাত হানা দিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নেয়।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের নির্জনতায় দরজা খোলার সঙ্গে সঙ্গেই ৪ থেকে ৫ জন অস্ত্রধারী ব্যক্তি ঘরে ঢুকে পড়ে। তারা জয়নাল আবেদীনকে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং কোনো প্রতিরোধের সুযোগ না দিয়েই মারধর শুরু করে। একপর্যায়ে ধারালো ছুরি দেখিয়ে পরিবারের অন্য সদস্যদের ভয় দেখানো হয়।
ডাকাতরা আলমারি ও ব্যাগ তল্লাশি করে নগদ টাকা, মুঠোফোনসহ আনুমানিক দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়। যাওয়ার সময় তারা কাউকে বিষয়টি জানালে প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ করেছেন জয়নাল আবেদীন।
ঘটনার পর নিরাপত্তার স্বার্থে আজ মঙ্গলবার তিনি শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আলী খান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি ডাকাতি কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এদিকে এলাকায় এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা গভীর রাতে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
Analysis | Habibur Rahman