১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে রজব, ১৪৪৭ হিজরি সকাল ১০:৩৭ বৃহস্পতিবার শীতকাল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়-পরাজয়ের ব্যবধান গড়ে দিতে বড় ভূমিকা রাখতে যাচ্ছে পোস্টাল ব্যালট। বিশেষ করে দেশের ১৮টি সংসদীয় আসনে পোস্টাল ভোটের সংখ্যা ১০ হাজারের কোটা পার করেছে, যা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ক্ষেত্রে প্রার্থীর ভাগ্য বদলে দেওয়ার জন্য যথেষ্ট। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, এবারই প্রথম ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসীসহ মোট ১৫ লাখ ২৭ হাজার ১৫৫ জন ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন।
ঝুঁকিতে থাকা আসন ও আঞ্চলিক পরিসংখ্যান
ইসির তথ্য বিশ্লেষণে দেখা যায়, পোস্টাল ভোটে এগিয়ে থাকা ১৮টি আসনের মধ্যে ১৭টিই চট্টগ্রাম বিভাগের। এর মধ্যে সর্বোচ্চ নিবন্ধন হয়েছে ফেনী-৩ আসনে, যেখানে ১৬ হাজার ৩৮ জন ভোটার ডাকযোগে ভোট দেবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাধারণত সংসদীয় নির্বাচনে ১০ হাজারের কম ভোটের ব্যবধানে অনেক সময় হার-জিত নির্ধারিত হয়। উদাহরণস্বরূপ, ২০০৮ সালের নির্বাচনে ৩০টি আসনে জয়-পরাজয়ের ব্যবধান ছিল ১০ হাজারের কম। ফলে ফেনী-৩ সহ এই ১৮টি আসনে পোস্টাল ভোট প্রার্থীদের জন্য চূড়ান্ত মাথাব্যথার কারণ হতে পারে।
১৪ হাজারের বেশি পোস্টাল ভোটার রয়েছে চট্টগ্রাম-১৫ আসনে। এছাড়া কুমিল্লা-১০, নোয়াখালী-১, নোয়াখালী-৩ এবং ফেনী-২—এই আসনগুলোতে সাড়ে ১২ হাজারের বেশি ভোটার পোস্টাল ব্যালটে অংশ নিচ্ছেন। অন্যদিকে ১০ হাজার থেকে সাড়ে ১২ হাজার ভোটের তালিকায় রয়েছে কুমিল্লা-৪, ৫, ৬, ৯, ১১; সিলেট-১; চাঁদপুর-৫; নোয়াখালী-৪, ৫; ফেনী-১; কক্সবাজার-৩ এবং লক্ষ্মীপুর-২ আসন।
নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি এ বিষয়ে বলেন, “কোনো আসনে ১০ হাজারের বেশি পোস্টাল ভোট থাকাটা বেশ গুরুত্বপূর্ণ। যদি এই ভোটের ৭০ থেকে ৮০ শতাংশ কোনো নির্দিষ্ট প্রার্থীর বাক্সে যায়, তবে মূল ফলাফলে বড় ধরনের উলটপালট হতে পারে।”
গণভোট ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদের সমীকরণ
এবারের নির্বাচনের আরেকটি বিশেষত্ব হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোট। ৩০০ আসনের মোট প্রদত্ত ভোটের ওপর ভিত্তি করে এই গণভোটের রায় নির্ধারিত হবে। যদি ‘হ্যাঁ’ জয়ী হয়, তবে জুলাই সনদের প্রস্তাবনা অনুযায়ী আগামী সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট। নিম্নকক্ষের ৩০০ আসনে প্রাপ্ত ভোটের অনুপাতে রাজনৈতিক দলগুলো উচ্চকক্ষে আসন পাবে। তাই পোস্টাল ভোট শুধুমাত্র স্থানীয় এমপির জয়-পরাজয় নয়, বরং উচ্চকক্ষে দলের আসন সংখ্যা বাড়াতেও বড় ভূমিকা রাখবে।
ভোটার কারা?
নিবন্ধিত ১৫ লাখের বেশি ভোটারের মধ্যে প্রায় অর্ধেকই (৭ লাখ ৬০ হাজার) প্রবাসী। বাকিদের মধ্যে রয়েছেন পৌনে ৬ লাখ সরকারি চাকরিজীবী, ১ লাখ ৬০ হাজার নির্বাচনী কর্মকর্তা, ১০ হাজার আনসার সদস্য এবং ৬ হাজারের বেশি কারাবন্দী। তবে বাগেরহাট-৩ আসনে সবচেয়ে কম (১,৫৪৪ জন) পোস্টাল ভোটার নিবন্ধন করেছেন।
Analysis | Habibur Rahman
