১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে রজব, ১৪৪৭ হিজরি সকাল ৬:২০ বৃহস্পতিবার শীতকাল
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারত তাদের ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। আর এই দল ঘোষণাতেই বড়সড় চমক দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তিন ফরম্যাটেই ভারতের ভবিষ্যৎ নেতা হিসেবে বিবেচিত এবং বর্তমান টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুভমান গিলকে ছাড়াই বিশ্বকাপের স্কোয়াড সাজিয়েছেন নির্বাচকরা। গিলের জায়গায় দলে ফিরেছেন বিস্ফোরক উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান।
গিলের বাদ পড়া এবং ঈশানের প্রত্যাবর্তন
শুভমান গিল বর্তমানে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক ছিলেন, কিন্তু ব্যাটে রানের খরা তাকে ছিটকে দিয়েছে মূল স্কোয়াড থেকে। পরিসংখ্যান বলছে, শেষ ১৫টি টি-টোয়েন্টি ম্যাচে গিলের ব্যাট থেকে এসেছে মাত্র ২৯১ রান, যেখানে গড় ২৪.২৫। তার এই অফ-ফর্ম এবং স্ট্রাইক রেট নিয়ে বেশ কিছুদিন ধরেই সমালোচনা চলছিল।

অন্যদিকে, ঘরোয়া লিগে নিজেকে প্রমাণ করে জাতীয় দলের দরজা ভেঙে ফিরেছেন ঈশান কিষান। সদ্য সমাপ্ত সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ৫১৭ রান করে নির্বাচকদের বাধ্য করেছেন তাকে দলে ফেরাতে।
নেতৃত্বে সূর্যকুমার, নতুন সহ-অধিনায়ক অক্ষর
গিলের অনুপস্থিতিতে দলের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার-অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে। তবে যার কাঁধে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার দায়িত্ব, সেই অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্ম নিয়েও রয়েছে বড় দুশ্চিন্তা। শেষ ২২ ইনিংসে সূর্যকুমারের ব্যাট থেকে কোনো ফিফটি আসেনি, মোট রান মাত্র ২৪৪। তবুও তার নেতৃত্বের ওপরই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
নির্বাচকদের যুক্তি: ফর্ম নয়, প্রয়োজন কম্বিনেশন
শুভমান গিলের মতো তারকাকে বাদ দেওয়ার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগারকার। সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন যে, গিলকে খারাপ খেলার জন্য নয়, বরং দলের কৌশলগত ভারসাম্য রক্ষার স্বার্থে বাদ দেওয়া হয়েছে।
আগারকার বলেন, “টিম ম্যানেজমেন্ট টপ অর্ডারে একজন উইকেটকিপার-ব্যাটসম্যান চাইছিল। অভিষেক শর্মা গত এক বছর ধরে দুর্দান্ত খেলছে। তাই ওপেনিং স্লটে একজন উইকেটকিপার থাকলে আমাদের একাদশ সাজাতে সুবিধা হয়। ১৫ জনের দলে কাউকে না কাউকে কঠিন সিদ্ধান্তের শিকার হতে হতো, এবার সেটা কম্বিনেশনের কারণে গিল।” অধিনায়ক সূর্যকুমার যাদবও নির্বাচকদের এই যুক্তিতে সমর্থন জানিয়েছেন।
বোলিং ও ফিনিশিং লাইনআপ
দলে ‘ফিনিশার’ হিসেবে নিজের জায়গা পাকা করেছেন রিংকু সিং। পেস আক্রমণে অভিজ্ঞ যশপ্রীত বুমরা ও অর্শদীপ সিংয়ের সঙ্গে তরুণ হর্ষিত রানাকে রাখা হয়েছে। স্পিন বিভাগে প্রতিপক্ষকে ঘায়েল করতে থাকছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। অলরাউন্ডার কোটায় হার্দিক পান্ডিয়া, শিবম দুবে ও ওয়াশিংটন সুন্দরের সঙ্গে থাকছেন অক্ষর প্যাটেল।
বিশ্বকাপের প্রস্তুতি ও সময়সূচি
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ হিসেবে ২১ জানুয়ারি থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।
ভারতের টি–টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ–অধিনায়ক), যশপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, ঈশান কিষান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, রিংকু সিং, তিলক বর্মা, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং ও হর্ষিত রানা।
Analysis | Habibur Rahman