১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে রজব, ১৪৪৭ হিজরি সকাল ১০:৩৯ বৃহস্পতিবার শীতকাল
কন্টেন্ট বা ভিডিওর মান দুর্দান্ত হওয়া সত্ত্বেও অনেক সময় শুধুমাত্র জুতসই শিরোনামের অভাবে তা কাঙ্ক্ষিত দর্শকের কাছে পৌঁছায় না। ভিডিও নির্মাতাদের এই দীর্ঘদিনের আক্ষেপ ঘুচাতে এবার যুগান্তকারী এক ফিচার নিয়ে আসছে ইউটিউব। জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি এখন থেকে নির্মাতাদের একই ভিডিওতে একাধিক শিরোনাম (Title) এবং থাম্বনেইল (Thumbnail) ব্যবহার করে পরীক্ষার সুযোগ করে দিচ্ছে।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য ভার্জ’-এর তথ্যানুযায়ী, অনেক সময় ইউটিউবাররা তাদের ভিডিওর জন্য সঠিক শিরোনাম নির্বাচন করতে গিয়ে দ্বিধায় পড়েন। এই সমস্যা সমাধানেই নতুন ফিচারটি কাজ করবে। এই সুবিধার আওতায় একজন কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও আপলোড করার সময় সর্বোচ্চ তিনটি ভিন্ন ভিন্ন শিরোনাম এবং থাম্বনেইল যুক্ত করতে পারবেন।
ফিচারটি যেভাবে কাজ করবে
ভিডিও আপলোডের পর ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে দর্শকদের সামনে ঘুরিয়ে ফিরিয়ে এই তিনটি বিকল্প প্রদর্শন করবে। সর্বোচ্চ দুই সপ্তাহ ধরে এই পরীক্ষামূলক প্রদর্শনী চলবে। এই সময়ের মধ্যে দর্শকরা কোন শিরোনাম বা থাম্বনেইলটিতে সবচেয়ে বেশি ক্লিক করছেন বা আগ্রহ দেখাচ্ছেন, ইউটিউব তা বিশ্লেষণ করবে। যেটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাবে, সেটিকেই চূড়ান্ত শিরোনাম হিসেবে ভিডিওতে স্থায়ীভাবে যুক্ত করে দেওয়া হবে।
তবে, তিনটি বিকল্প ব্যবহারের পরেও যদি ভিডিওটি দর্শকদের মধ্যে প্রত্যাশিত সাড়া ফেলতে ব্যর্থ হয়, তবে নির্মাতার দেওয়া প্রথম শিরোনামটিই ভিডিওতে স্থায়ী থাকবে। অবশ্য ইউটিউব জানিয়েছে, অটোমেশন বা স্বয়ংক্রিয় পদ্ধতির ওপর নির্ভর না করে নির্মাতা চাইলে পরবর্তীতে নিজের পছন্দমতো শিরোনামও নির্বাচন করতে পারবেন।
বর্তমানে ইউটিউব স্টুডিওর ডেস্কটপ সংস্করণে ফিচারটি যুক্ত করা হচ্ছে। আপাতত বাছাইকৃত কিছু ভিডিও নির্মাতাদের ওপর পরীক্ষামূলকভাবে এটি চালানো হচ্ছে। ইউটিউব কর্তৃপক্ষ আশা করছে, এই সুবিধাটি সবার জন্য উন্মুক্ত হলে ভালো মানের ভিডিওগুলো আর হারিয়ে যাবে না এবং নির্মাতাদের ভিডিওর ভিউ বা দর্শকসংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
Analysis | Habibur Rahman