.
বিনোদন

মঞ্চে ফিরল ‘আজ রবিবার’-এর সেই জুটি: নির্দেশকের আসনে ‘মতি মিয়া’, অভিনয়ে ‘ফুলি’

Email :13

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে রজব, ১৪৪৭ হিজরি দুপুর ১:৪৪ বৃহস্পতিবার শীতকাল

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার করিডরে তখন সুনসান নীরবতা। ঘড়ির কাঁটা রাত আটটা পেরিয়েছে। তবে মহড়াকক্ষের ভেতরে পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। বন্ধ দরজার ওপাশ থেকে ভেসে আসছে কান্নার শব্দ আর নাটু্কে সংলাপের আবাহ। ভেতরে উঁকি দিতেই দেখা গেল, কক্ষের ঠিক মাঝখানে বসে অঝোরে কাঁদছেন এক নারী। প্রথম দেখায় চিনতে কষ্ট হলেও, একটু মনোযোগ দিতেই স্পষ্ট হলো মুখাবয়ব। তিনি নাসরিন নাহার—একসময় যিনি হুমায়ূন আহমেদের কালজয়ী ধারাবাহিক ‘আজ রবিবার’-এ গৃহকর্মী ‘ফুলি’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন।

অভিনেতা ফারুক আহমেদ ‘রঙমহাল’ নাটকের নির্দেশনা দিচ্ছেনকোলাজ

তবে টিভি পর্দার সেই চেনা ছকে নয়, নাসরিন নাহার এবার মঞ্চে। ঢাকা থিয়েটারের নতুন প্রযোজনা ‘রঙমহাল’ নাটকের মহড়ায় ব্যস্ত তিনি। আর সবচেয়ে বড় চমকটি অপেক্ষা করছিল তাঁর ঠিক সামনেই। নাসরিন নাহারের এই কান্নার দৃশ্যটি যিনি তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছেন, তিনি ‘আজ রবিবার’ নাটকেরই আরেক জনপ্রিয় চরিত্র ‘মতি মিয়া’ খ্যাত অভিনেতা ফারুক আহমেদ। তবে এবার তিনি নাসরিনের সহশিল্পী নন, বরং বসেছেন নির্দেশকের আসনে।

দীর্ঘ ক্যারিয়ারে ফারুক আহমেদকে দর্শক অভিনেতা হিসেবেই চিনেছেন। মঞ্চ কিংবা টিভি নাটক—সবখানেই তাঁর সাবলীল উপস্থিতি। কিন্তু এবার ঢাকা থিয়েটারের ৫৪তম প্রযোজনার মাধ্যমে নির্দেশক হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি। মহড়াকক্ষে ফারুক আহমেদকে দেখা গেল এক ভিন্ন রূপে। হাস্যকৌতুক নয়, বরং গম্ভীর মুখে খুঁটিয়ে দেখছেন আলো, শব্দ আর অভিনয়ের প্রতিটি সূক্ষ্ম বিষয়। কোথাও সংলাপের ছন্দপতন হলে কিংবা প্রপস ব্যবহারে সামান্য ভুল হলে তৎক্ষণাৎ শুধরে দিচ্ছেন।

ফারুক আহমেদের এই নির্দেশক সত্তা অবশ্য একেবারে নতুন নয়। আশির দশকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় নাটক নির্দেশনা দিয়ে প্রথম স্থান অধিকার করেছিলেন। তবে পেশাদার মঞ্চে, বিশেষ করে ঢাকা থিয়েটারের মতো দলের ব্যানারে নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা এটাই প্রথম।

মহড়াকক্ষে নির্দেশক ফারুককে সঙ্গ দিতে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ এবং শিমুল ইউসুফ। নাটকের সংগীত পরিকল্পনার দায়িত্বে রয়েছেন শিমুল ইউসুফ। মহড়া চলাকালীন যাত্রাপালার একটি দৃশ্যে মিউজিক শেষ হওয়ার আগেই এক অভিনেতা মঞ্চে প্রবেশ করলে, তিনি কড়া ধমকে টাইমিং ঠিক করে দেন। জ্যেষ্ঠ শিল্পীদের এমন তদারকিতে মহড়াকক্ষ ছিল টানটান।

ফারুক আহমেদ জানান, তাঁর নির্দেশিত ‘রঙমহাল’ নাটকে অভিজ্ঞদের পাশাপাশি অর্ধেকের বেশিই নতুন প্রজন্মের অভিনয়শিল্পী। তিনি বলেন, ‘১৯৮৩ সাল থেকে আমি মঞ্চের সঙ্গে যুক্ত। মাঝখানে বিরতি থাকলেও দলের সাথেই ছিলাম। দল আমার ওপর আস্থা রেখে এই গুরুদায়িত্ব দিয়েছে, যা আমার জন্য সম্মানের ও চ্যালেঞ্জের। নতুন ছেলেমেয়েদের অনেকে কর্মশালা করে এসেছে, আবার কেউ একেবারে নতুন। সবাইকে এক সুতোয় গেঁথে গল্পটি দাঁড় করানোই ছিল আসল কাজ। তবে ওরা বেশ মেধাবী।’

ব্যক্তিজীবনে ফারুক আহমেদ ও নাসরিন নাহার দম্পতি। দীর্ঘ বিরতির পর আবারও কোনো প্রজেক্টে তাঁরা একসঙ্গে কাজ করছেন, তবে এবার স্বামী নির্দেশক আর স্ত্রী অভিনেত্রী। এ প্রসঙ্গে নাসরিন নাহার বলেন, ‘অনেক দিন পর আমরা মঞ্চে একসঙ্গে কাজ করছি। সে (ফারুক) আমাকে এই চরিত্রের জন্য চেয়েছে এবং নাটকের গল্পটা আমার ভীষণ ভালো লেগেছে বলেই কাজটা করছি।’

আজ ১৮ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় নাটকপাড়ার মহিলা সমিতি মিলনায়তনে ‘রঙমহাল’ নাটকটির প্রথম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। নির্দেশক ফারুক আহমেদের বিশ্বাস, নতুন-পুরোনোর মিশেলে তৈরি এই নাটকটি দর্শকদের মুগ্ধ করবে।

Analysis | Habibur Rahman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts