১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে রজব, ১৪৪৭ হিজরি রাত ৪:৩৪ বৃহস্পতিবার শীতকাল
বিশ্ব ক্রিকেটের বড় বড় তারকারা যা করে দেখাতে পারেননি, ঠিক সেটাই করে দেখালেন সহযোগী দেশ মালয়েশিয়ার এক ক্রিকেটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৩০০০ রান এবং ১০০ উইকেটের অনন্য ‘ডাবল’ অর্জনের বিশ্বরেকর্ড গড়েছেন স্পিন অলরাউন্ডার বীরানদীপ সিং।

ছবি: ইনস্টাগ্রাম
ক্রিকেট বিশ্বে বীরানদীপ নামটি খুব একটা পরিচিত না হলেও, পরিসংখ্যানের পাতায় তিনি এখন সবার ওপরে। আজ মঙ্গলবার কুয়ালালামপুরে ‘মিনি এসইএ ক্রিকেট টুর্নামেন্ট’-এর ম্যাচে বাহরাইনের বিপক্ষে মাঠে নেমে এই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেন তিনি।
ম্যাচটিতে নামার আগে বীরানদীপের ঝুলিতে ছিল ৯৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেট। নিজের বাঁহাতি স্পিন জাদুতে বাহরাইনের বিপক্ষে তুলে নেন ৩টি উইকেট, পূর্ণ করেন উইকেটের সেঞ্চুরি। কেবল বল হাতেই নয়, ব্যাট হাতেও দলের জয়ে অবদান রাখেন তিনি। ১০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে খেলেন ২৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। তাঁর অলরাউন্ড নৈপুণ্যে ১ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় পায় মালয়েশিয়া।
এর আগেই অবশ্য রানের মাইলফলকটি ছুঁয়েছিলেন বীরানদীপ। গত জুলাইয়ে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফিতে সামোয়ার বিপক্ষে ৩৬ রানের ইনিংস খেলে ৩০০০ রানের ক্লাবে নাম লিখিয়েছিলেন তিনি। আজ উইকেটের সেঞ্চুরি পূরণ করে ক্রিকেট ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে খোদাই করলেন।
বীরানদীপ সিং বর্তমানে এই রেকর্ডের একমাত্র মালিক হলেও, খুব শিগগির এতে ভাগ বসাতে পারেন জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রাজার বর্তমান সংগ্রহ ১০২ উইকেট এবং ২৮৪৬ রান। আর মাত্র ১৫৪ রান করলেই তিনিও বীরানদীপের পাশে এই অভিজাত ক্লাবে জায়গা করে নেবেন। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিজের ১০০তম উইকেট শিকার করেছেন রাজা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রান ও ১০০ উইকেটের ‘ডাবল’ আছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং আফগানিস্তানের মোহাম্মদ নবীর। তবে ৩ হাজার রানের গণ্ডি এখনো তাঁরা পার হতে পারেননি।
ইতিমধ্যেই টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাকিবের ক্যারিয়ার শেষ হয়েছে ২৫৫১ রান ও ১৪৯ উইকেটে। অন্যদিকে, ৪০ বছর বয়সী মোহাম্মদ নবীর সংগ্রহ ২৪১৭ রান ও ১০৪ উইকেট। তাই বর্তমান সমীকরণে মালয়েশিয়ার বীরানদীপ সিং-ই এখন টি-টোয়েন্টি অলরাউন্ডারদের পরিসংখ্যানের নতুন রাজা।
Analysis | Habibur Rahman

