১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে রজব, ১৪৪৭ হিজরি সকাল ১১:১৯ বৃহস্পতিবার শীতকাল
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।
আজ রবিবার (৪ জানুয়ারি ২০২৬) সকালে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত এই দুই শীর্ষ নেতার কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান দলের জ্যেষ্ঠ শিক্ষকেরা। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা সেখানে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

সাদা দলের শিক্ষকদের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান। শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি প্রয়াত নেত্রী খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার প্রস্থান আমাদের আক্ষরিক অর্থেই অভিভাবকহীন করে দিয়ে গেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনাই এখন আমাদের একান্ত প্রার্থনা। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতবাসী করেন।”
রাজনীতিতে খালেদা জিয়ার উদারতার কথা স্মরণ করে অধ্যাপক মোর্শেদ হাসান খান আরও বলেন, “সাবেক প্রধানমন্ত্রীর অন্তরে কখনো হিংসা বা বিদ্বেষের স্থান ছিল না। রাজনৈতিক জীবনে তিনি কারও সঙ্গে রূঢ় আচরণ করেছেন—এমন নজির নেই। ঠিক একইভাবে দলের বর্তমান কর্ণধার তারেক রহমানের মাঝেও কোনো প্রতিহিংসাপরায়ণতা নেই। তিনি হিংসার রাজনীতি পরিহার করে সবাইকে নিয়ে আলোচনার টেবিলে বসছেন এবং সম্মিলিতভাবে দেশ পরিচালনার পরিকল্পনা করছেন। আমরা আশাবাদী, তাঁর নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়ে সঠিক পথে এগিয়ে যাবে।”
জিয়ারত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. এ বি এম সিদ্দিকুর রহমান নিজামী। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি প্রয়াত দুই নেতার রুহের মাগফিরাত কামনা করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবদুস সালাম ও অধ্যাপক আবুল কালাম সরকার। এছাড়াও শ্রদ্ধা নিবেদনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক লুৎফর রহমানসহ সাদা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষকেরা।
শিক্ষকেরা জানান, দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
Analysis | Habibur Rahman