.
জাতীয়

কর্মস্থলে কাজ শেষে ফেরা হলো না আর: বরিশালে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই সহকর্মীর

Email :11

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে রজব, ১৪৪৭ হিজরি রাত ৪:৪৮ বৃহস্পতিবার শীতকাল

 সপ্তাহের ছুটির দিন শুক্রবার। গভীর রাত পর্যন্ত অফিসের কাজ শেষ করে একটু স্বস্তির খোঁজে নাশতা করতে বেরিয়েছিলেন দুই সহকর্মী। কিন্তু সেই যাত্রাই যে তাদের জীবনের শেষ যাত্রা হবে, তা কে জানত! বরিশালের রূপাতলী এলাকায় ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী দুই যুবক।

শুক্রবার (গতকাল) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে বরিশাল নগরীর রূপাতলী উকিলবাড়ি সংলগ্ন বরিশাল-ঝালকাঠি মহাসড়কে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুই যুবক হলেন—নগরীর রূপাতলী এলাকার বাসিন্দা মো. জুয়েল (২৮) এবং রুইয়ারপুল এলাকার মো. রাসেল (২৫)। তাঁরা দুজনই একে অপরের ঘনিষ্ঠ এবং ‘এসিআই অ্যানিমেল হেলথ’ নামক একটি প্রতিষ্ঠানে স্টোর হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

যেভাবে ঘটল দুর্ঘটনা:
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে অফিসের কাজ শেষ করেন জুয়েল ও রাসেল। এরপর মোটরসাইকেলে চেপে তাঁরা নাশতা করার উদ্দেশ্যে রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উকিলবাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে (ঝালকাঠিগামী) দ্রুতগতিতে আসা একটি মালবোঝাই ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়।

সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেলের আরোহী মো. রাসেল। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় চালক মো. জুয়েলকে উদ্ধার করে দ্রুত বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে জুয়েলকেও মৃত ঘোষণা করেন।

পুলিশের বক্তব্য:
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, গভীর রাতে ঘটা এই দুর্ঘটনার পরপরই ট্রাকটির চালক ও তাঁর সহকারী (হেলপার) ট্রাকটি রাস্তায় রেখেই পালিয়ে যায়। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে।

ওসি আরও বলেন, ‘নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পলাতক চালক ও হেলপারকে আটকের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

একই প্রতিষ্ঠানে কর্মরত দুই তরুণের এমন মৃত্যুতে তাঁদের পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


সংবাদ সংক্ষেপ:

  • ঘটনাস্থল: রূপাতলী উকিলবাড়ি, বরিশাল-ঝালকাঠি মহাসড়ক।
  • সময়: শুক্রবার রাত ১২টা।
  • নিহত: মো. জুয়েল (২৮) ও মো. রাসেল (২৫)।
  • পেশা: এসিআই অ্যানিমেল হেলথ-এর স্টোর হেলপার।
  • বর্তমান অবস্থা: ট্রাক জব্দ, চালক পলাতক। মরদেহ মর্গে প্রেরণ।

Analysis | Habibur Rahman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts