.
অন্যান্য

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছাড়লেন দুই ছাত্র প্রতিনিধি: পদত্যাগ করলেন মাহফুজ ও আসিফ

Email :39

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে রজব, ১৪৪৭ হিজরি রাত ১:৫৩ বৃহস্পতিবার শীতকাল

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার থেকে সরে দাঁড়ালেন জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম দুই ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, তাঁরা ইতিমধ্যে নিজেদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

পদত্যাগের আগ পর্যন্ত মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে, আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ছিলেন।

যেভাবে সরকারে এসেছিলেন তাঁরা
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। শুরুতে মাহফুজ আলম গত বছরের ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে ১০ নভেম্বর তিনি উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। শুরুতে দপ্তরবিহীন থাকলেও পরে ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলামের পদত্যাগের পর তিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

অন্যদিকে আসিফ মাহমুদ সরকারের শুরু থেকেই উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। প্রথমে তিনি শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরে গত বছরের নভেম্বরে এ এফ হাসান আরিফের স্থলাভিষিক্ত হয়ে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাড়তি দায়িত্ব গ্রহণ করেন।
উপদেষ্টা পরিষদ থেকে ছাত্র প্রতিনিধিদের সরে যাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি আরেক ছাত্র প্রতিনিধি মো. নাহিদ ইসলাম পদত্যাগ করেন। তিনি বর্তমানে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গঠিত ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

এদিকে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণার আগেই আসিফ মাহমুদ নির্বাচনে অংশগ্রহণের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, তিনি নির্বাচনে অংশ নেবেন এবং তাঁর পদত্যাগের বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেই জানানো হবে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টাসহ ২৩ সদস্যের উপদেষ্টা পরিষদে এতদিন এই দুই ছাত্রনেতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। তাঁদের পদত্যাগের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এল।

Analysis | Habibur Rahman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts