টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি অনির্বাণ ভট্টাচার্য এবং সোহিনী সরকার। পর্দায় তাঁদের রসায়ন বরাবরই দর্শককে মুগ্ধ করেছে। পর্দার বাইরেও যে তাঁদের মধ্যে গভীর কোনো সম্পর্ক ছিল, সেই গুঞ্জন বহু দিন ধরেই টলিপাড়ার বাতাসে ভেসে বেড়াচ্ছিল। কিন্তু বারবারই দুজনে ‘ভালো বন্ধু’ তকমা দিয়ে সেই জল্পনা এড়িয়ে গেছেন। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে মুখ খুললেন সোহিনী। স্বীকার করলেন, অনির্বাণের সঙ্গে একসময় প্রেমের সম্পর্কে ছিলেন তিনি।

সম্প্রতি টলিপাড়ায় গুঞ্জন, ফেডারেশন ও পরিচালকদের আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য একপ্রকার কোণঠাসা হয়ে পড়েছেন এবং তাঁর হাতে নতুন কাজ নেই। সহকর্মী ও পুরোনো বন্ধুর এই কঠিন পরিস্থিতি নিয়ে এক সাম্প্রতিক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল সোহিনী সরকারকে। সেখানেই তিনি এক বিস্ফোরক মন্তব্য করেন।

অনির্বাণের প্রতি সহানুভূতি প্রকাশ করে সোহিনী বলেন, “এটা হওয়া উচিত ছিল না। কাজের মানুষ কেন কাজ থেকে বাদ পড়বে?” এরপরই তিনি তাঁদের ব্যক্তিগত সমীকরণ নিয়ে বলেন, “শুধু ঘনিষ্ঠ নয়, একটা সময় আমাদের সম্পর্কও ছিল।” তাঁর এই একটি বাক্যেই বহু বছরের গুঞ্জন সত্যি বলে প্রমাণিত হলো।

তবে এই স্বীকারোক্তি এক নতুন রহস্যেরও জন্ম দিয়েছে। কবে ছিল তাঁদের এই সম্পর্ক? সেই সময়কাল নিয়ে ধোঁয়াশা রয়েই গেল। কারণ, অনির্বাণ তাঁর বর্তমান স্ত্রী মধুরিমা গোস্বামীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে ছিলেন এবং ২০২০ সালে তাঁরা বিয়ে করেন। অন্যদিকে, সোহিনীও অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্কে ছিলেন, যা ২০২৩ সালের শুরুতে ভেঙে যায়। এরপর ২০২৪ সালের জুলাই মাসে তিনি সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়কে বিয়ে করেন। দুই তারকার জীবনের এই ভিন্ন ভিন্ন টাইমলাইনের মধ্যে তাঁদের সম্পর্কের সমীকরণটি ঠিক কখন ছিল, তা অজানাই রইল।

আপাতত দুজনেই নিজেদের জীবনে এগিয়ে গেছেন। কিন্তু অনির্বাণের পেশাগত সঙ্কটের মুহূর্তে সোহিনীর এই স্বীকারোক্তি পুরোনো এক অধ্যায়কে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এল। তাঁদের সমর্থকরা যেমন এই খবরে চমকে গেছেন, তেমনই এই দুই প্রতিভাবান শিল্পীর প্রতি তাঁদের ভালোবাসাও প্রকাশ করছেন।
Analysis | Habibur Rahman








