১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে রজব, ১৪৪৭ হিজরি দুপুর ১২:০৮ বৃহস্পতিবার শীতকাল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। নির্বাচন পরিচালনার সুবিধার্থে ১৫ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন করেছে দলটি। নবগঠিত এই কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন দলের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন এবং সদস্যসচিব করা হয়েছে সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাসকে।
গত রোববার রাতে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কমিটির এক ভার্চুয়াল সভায় এই কমিটি চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।
সভা সূত্রে জানা গেছে, নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হতে আর মাত্র এক মাস বাকি। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনী প্রচার-প্রচারণা। এমন পরিস্থিতিতে নির্বাচনের মাঠের বাস্তবতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাসদের শীর্ষ নেতারা। সভার আলোচনায় উঠে আসে যে, নির্বাচনের দিন ঘনিয়ে এলেও এখন পর্যন্ত সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি দৃশ্যমান নয়।
নেতারা অভিযোগ করে বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে ধরনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সবার জন্য সমান সুযোগ থাকা প্রয়োজন, তা এখনো তৈরি হয়নি। সাধারণ ভোটারদের মনে এখনো ভীতির সঞ্চার রয়েছে। বিশেষ করে জুলাই মাসের গণ–অভ্যুত্থান চলাকালে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র এখনো পুরোপুরি উদ্ধার না হওয়ায় জননিরাপত্তা চরম ঝুঁকির মুখে রয়েছে।
বাসদের পক্ষ থেকে সরকারকে হুঁশিয়ার করে বলা হয়, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন, সেজন্য দ্রুততম সময়ের মধ্যে লুট হওয়া অস্ত্রসহ দেশের সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। জনমনে স্বস্তি না ফিরলে সুষ্ঠু নির্বাচন আয়োজন প্রশ্নবিদ্ধ হবে বলেও মন্তব্য করেন তারা।
Analysis | Habibur Rahman
