১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে রজব, ১৪৪৭ হিজরি সকাল ১০:৫২ বৃহস্পতিবার শীতকাল
দেশে ইসলামের পক্ষে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, তা দেখে একটি বিশেষ মহল ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বলেন, ‘জনগণের মন এখন ইসলামের দিকে ঝুঁকেছে। আল্লাহর রহমতে পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু এই জাগরণ দেখে বাতিল শক্তির বুকে কাঁপন ধরেছে, তারা ভয়ে এখন অসংলগ্ন প্রলাপ বকছে।’

বুধবার (১০ ডিসেম্বর) সকালে খুলনার খালিশপুরে অবস্থিত মুজগুন্নী জামি’আ রশিদীয়া গোয়ালখালী মাদ্রাসায় আয়োজিত এক নির্বাচনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা-৩ আসনে দলীয় প্রতীক ‘হাতপাখা’র নির্বাচনী প্রস্তুতি উপলক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
বিগত সরকারের সমালোচনা করে চরমোনাই পীর বলেন, গত শাসনামলে দুর্নীতিকে যেন উৎসবে রূপ দেওয়া হয়েছিল। যার ফলে বিশ্বমঞ্চে বাংলাদেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার লজ্জায় পড়তে হয়েছে। তিনি দাবি করেন, ফ্যাসিবাদের কবল থেকে দেশকে উদ্ধার করে একটি প্রকৃত ‘মডেল রাষ্ট্র’ গড়তে হলে ইসলামের ন্যায়নীতির কোনো বিকল্প নেই। ইসলামি হুকুমত কায়েম হলে দেশের প্রতিটি স্তরে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হবে, যা দুর্নীতি ও অনাচার রোধ করবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মুফতি রেজাউল করীম বলেন, প্রচলিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসলামী আন্দোলনের মৌলিক পার্থক্য রয়েছে। তিনি বলেন, ‘অন্য দলে যোগ দিলে পকেটে টাকা ঢোকে, আর আমাদের দলে পকেট থেকে টাকা খরচ করতে হয়। যারা টাকা কামানোর জন্য রাজনীতি করে, তারা ক্ষমতায় গিয়ে চাঁদাবাজি ও টেন্ডারবাজি করে জনগণকে ভোগান্তিতে ফেলে। কিন্তু আমরা ত্যাগের রাজনীতি করি।’
নির্বাচনী প্রচারণায় কোনো প্রতিপক্ষকেই দুর্বল না ভাবার পরামর্শ দেন দলের আমির। তিনি বলেন, ‘খুলনা-৩ আসনে আমাদের প্রার্থী মাওলানা আবদুল আউয়ালের প্রতি হিন্দু-খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের আগ্রহ রয়েছে। তবুও আত্মতুষ্টিতে ভোগা যাবে না। খরগোশ ও কচ্ছপের গল্পের শিক্ষা মনে রেখে, বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত বিরামহীনভাবে কাজ করে যেতে হবে।’
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ হাসান ওবায়দুল করীমের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব ও খুলনা-৪ আসনের প্রার্থী ইউনুছ আহমদ, নায়েবে আমির ও খুলনা-৩ আসনের প্রার্থী আবদুল আউয়াল, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম, খুলনা মহানগর সভাপতি ও খুলনা-২ আসনের প্রার্থী মুফতি আমানুল্লাহসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস এম হাদিছুর রহমান।
Analysis | Habibur Rahman